চৌহালীতে বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের চৌহালীতে বিএনপি নেতাদের নামে মিথ্যা ও ভিত্তিহীন মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে  উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা৷ শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মো. জাহিদ মোল্লা বলেন, গত ২২ জানুয়ারি উপজেলার খাষপুখুরিয়া ইউনিয়নের মো. ওসমান আলী বাদী হয়ে  আমার নাম সহ আরও ১০ জন বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে সিরাজগঞ্জ আমলী আদালতে একটি  মিথ্যা বানোয়াট  মামলা দায়ের করেছেন। একটি কুচক্রী মহল আমাদের রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ও তাদের ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে একজন মামলাবাজ ব্যক্তিকে ব্যবহার করে আমাদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা করেছে। এটি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ক্বারি মায়নুল ইসলাম, সাবেক সভাপতি ইউনূস সিকদার, আনোয়ার ভিপি, যুগ্ম সম্পাদক আলমগীর টাইগার, মো. জবিউল্লাহ জবি সহ দুই শতাধিক বিএনপি নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান এবং প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *