
মোহাম্মদ সুমন চৌধুরী, গাজীপুর সিটি: গাজীপুর জেলার বিভিন্ন থানায় ‘অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগের আরও ২৬ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গাজীপুরে অভিযানে ৩৭০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছ পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত গাজীপুর মহানগরের ৮ থানার পুলিশ নতুন করে ২৩ জনসহ মোট ২৫৭ জনকে গ্রেফতার করেছে।
এ ছাড়া জেলা পুলিশের অভিযানে নতুন ৩ জনসহ মোট ১১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (বিশেষ শাখা) আলমগীর হোসেন জানান, নতুন করে গাজীপুর মহানগরের সদর থানায় ৯, বাসন থানায় ৩, কোনাবাড়ী, গাছা ও পুবাইল থানায় ১ জন করে মোট ৩ জন এবং টঙ্গী পূর্ব থানায় ৭ জন গ্রেফতার হন। এ ছাড়া পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) একজনকে গ্রেফতার করেছে।
গাজীপুর জেলা পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক দৈনিক বাংলার বিপ্লবকে বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানে’ জেলা পুলিশ আজ সকাল পর্যন্ত নতুন করে তিনজনকে গ্রেফতার করেছে। ওই অভিযানে গ্রেফতার সবাই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর।
গত ৭ ফেব্রুয়ারি রাতে গাজীপুর মহানগরের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহতদের মধ্যে আবুল কাশেম নামের একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হামলার ঘটনার পরদিন বৈষম্যবিরোধী আন্দোলনের গাজীপুরের আহ্বায়ক মো. আবদুল্লাহ মোহিত বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন। ওই দিন থেকেই গাজীপুরসহ সারাদেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালিত হচ্ছে।