অপারেশন ডেভিল হান্ট অভিযানে গাজীপুরে ২৬ দিনে গ্রেফতার ৬৪১, বেশীরভাগ আ.লীগ

মোহাম্মদ সুমন চৌধুরী, গাজীপুর সিটি: অপারেশন ডেভিল হান্ট অভিযানে গাজীপুরে গত ২৬ দিনে ৬১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৪৭৪ জনকে মহানগর পুলিশ ও ১৬৭ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গত ৮ ফেব্রুয়ারি অভিযান শুরুর পর গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই আওয়ামী লীগ নেতাকর্মী বলে জানিয়েছেন পুলিশ।

আজ বুধবার (০৫ মার্চ) এসব তথ্য জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (বিশেষ শাখা) আলমগীর হোসেন। তিনি বলেন, ‘মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গত ২৬ দিনে ৪৭৪ জনকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ।’

জেলা পুলিশ সুপার চৌধুরী যাবের সাদেক জানান, মঙ্গলবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করা হয়েছে। ডেভিল হান্ট অভিযানে জেলা পুলিশ এখন পর্যন্ত ১৬৭ জনকে গ্রেফতার করেছে। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।’

গত ৭ ফেব্রুয়ারি রাতে নগরের ধীরাশ্রম দক্ষিণখান এলাকায় সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। এতে ২০ শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে আবুল কাশেম নামের একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ওই ঘটনার পরদিন ৮ ফেব্রুয়ারি থেকে গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা শুরু করে যৌথ বাহিনী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *