অর্থ নয়, সকলের ভালোবাসা নিয়ে এগিয়ে  যেতে চাই-  বান্দরবানের নবাগত জেলা প্রশাসক

বান্দরবানের কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক।১৫ জানুয়ারি (বুধবার)বিকাল ৪টায় বান্দরবানের জেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, বান্দরবানে পর্যটন উন্মুক্ত সম্প্রসারিত হলে এগিয়ে যাবে পাহাড়ের মানুষ। পাহাড়ের প্রাণ প্রকৃতির প্রতি আমার ভীষণ দূর্বলতা। আমার কর্মময় সময়ে এই অঞ্চলের পর্যটন শিল্প এবং প্রাকৃতিক সম্পদের প্রতি আমি যত্নবান হব। আপনাদের ভালোবাসা ও সহযোগিতায় বান্দরবান জেলার সার্বিক উন্নয়নে কাজ করে যাবো।

অর্থের প্রতি আমার কোনো লোভ নেই, কিন্তু মানুষের ভালোবাসার প্রতি লোভ রয়েছে। তাই অর্থ নয়, জনগনের সেবার মাধ্যমে আমি আপনাদের ভালোবাসা অর্জন করে নিব ইনশাআল্লাহ। আমি চেষ্টা করবো বান্দরবান থেকে জনগনের ভালোবাসা নিয়ে যেতে সম্মানের সহিত।

তিনি বলেন- গনমাধ্যম হচ্ছে জাতির বিবেক। আমার ভুলত্রুটি হলে আপনারা অবশ্যই ধরিয়ে দিবেন। আপনাদের চোখেই আমি এই সমস্যা সম্ভাবনাগুলো খোঁজে নিব।

এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস.এম মনজুরুল হক, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মো: আবু তালেব, সহকারী কমিশনার আসিফ রায়হান, মো: নবাব আলী, গণমাধ্যমকর্মী অধ্যাপক মো: ওসমান গনি, আমিনুল ইসলাম বাচ্চু, মিনারুল হক, আলাউদ্দীন শাহরিয়ার, এইচ.এম সম্রাট, এন এ জাকির, উজ্জ্বল তঞ্চঙ্গ্যা প্রমুখ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *