মোঃ বুখারী মল্লিক আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি: আলফাডাঙ্গা উপজেলায় ঐতিহ্যবাহী শিরগ্রাম আজিজুল উলূম মাদ্রাসা ও এতিমখানা ৬৫ তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার ( ৪ ফেব্রুয়ারি) জোহরের পর মাদ্রাসা মাঠে খতমে বুখারী ও ওয়াজ মাহফিল আলোচনা শরু হয়।
দাওরা-এ-হাদিস’ (মাস্টার্স সমান) উত্তীর্ণ ছাত্রদের প্রাতিষ্ঠানিক শিক্ষা সমাপনী উপলক্ষ্যে আয়োজিত হয় বিদায়ী অনুষ্ঠানে বক্তব্য বলেন ছাত্র জীবন শেষ, শুরু হবে কর্মজীবনের বাস্তবতা এক কঠিন বাস্তবতা ।আখেরাতের পথে সুদৃঢ় থাকার সংকল্প এবং ভাল মানুষ হয়ে দুনিয়ার জীবন অতিবাহিত করার প্রচেষ্টায় সফলতা অর্জন – সকল খারাপ কাজ কোনটাই করা যাবে না তা বর্জন করার আহবান। এই মহতী অনুষ্ঠানটি উপস্থাপন করেন অত্র মাদ্রাসার মুহতামিম হা: মাও: মুফতি আজিজুল্লাহ সাইফি বড় সাহেবজাদা মজিবুর রহমান (সেনহাটী হুজুর রহ), খাবাসপুর মাদ্রাসার মুহতামিম হযরত মাওঃ মুফতি কামরুজ্জামান সাহেব বলেন ‘ঈমাম বুখারী (র:) কেবল মাত্র আল্লাহ’র সন্তুষ্টির জন্য ১৬ বছর কঠোর অনুশীলনের মাধ্যমে, ৭৩৯৩-টি হাদিস সংকলন করেন। তিনি প্রতিটি হাদিস সংকলনের পূর্বে গোসল করেন, রোজা রাখেন এবং এস্তেখারার সালাত আদায় করেন । অতি কঠোর পরিশ্রম, অধ্যবসায়, একাগ্রতা ও সর্বোপরি মহান আল্লাহ্ পাকের অসীম রহমতে ইমাম বুখারী (র:) আজ এক শ্রদ্ধার আসনে আসীন হন।
খতমে বুখারী এর শিক্ষার্থীরা হলেন, হা:মাও:মোঃ হাসিবুল্লাহ, জালাল উদ্দিন, আসলাম হোসাইন, সাইদুর রহমান(ইয়ার আলী),আব্দুল আজিজ (পারভেজ),মমিনুল ইসলাম (রমিন), আহসানুল্লাহ (সোহাগ), ইসমাইল হোসাইন,মোঃ জুনায়েদ আল হাবিবি, মাও:মোঃ শহীদুল্লাহ, মাও: মোঃ হুসাইন আহমদ (লিটন) খতমে বুখারী ১১ জন শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠানে ক্রেস্ট প্রদান করেন বোয়ালমারী উপজেলা বিএনপি সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ,বোয়ালমারী সরকারি কলেজ সাবেক ভিপি ,বোয়ালমারী ছাত্রদল সাবেক সভাপতি ,ফরিদপুর ১ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী শামছুদ্দিন মিয়া (ঝুনু), আরো উপস্থিত ছিলেন ৫ নং বানা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বার বার নির্বাচিত মেম্বার ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুগ্ন আহবায়ক বোয়ালমারী উপজেলা মোঃ আবুল হাচান খান ও কাজী কাকুল, আরও উপস্থিত ছিলেন ওলামায়ে কেরাম , মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় মুসল্লিগন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ সুমন চৌধুরী
মোবাইল: +৮৮ ০১৬৭০৫৩৯৯৩৫
জিমেইল: dainikbanglarbiplob@gmail
ওয়েবসাইট: dainikbanglarbiplob.com