আন্তর্জাতিক নারী দিবস ৮ মার্চ ২০২৫ নারায়ণগঞ্জের স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্বে র‌্যালী ও আলোচনা সভা

মোঃ হাজি নাজির খান, নিজস্ব প্রতিনিধি: আজ ৮ মার্চ ২০২৫ রোজ শনিবার, সকাল ১০.৩০ মিনিটে, নারায়ণগঞ্জে উকিলপাড়ার ও নারায়ণগঞ্জের বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃ্ন্দের নেতৃত্বে, এক বিশাল র‌্যালী ও আলোচনার সভার আয়োজন করা হয়েছে।

উক্ত র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, প্রভাত কল্যাণ সংস্থার প্রেসিডেন্ট, প্রদীপ কুমার দাস, উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দিলু ভাই, উপস্থিত ছিলেন মুসলিম একাডেমির সম্মানিত সাবেক কোষাধ্যক্ষ আলহাজ্ব নুরুল ইসলাম খান, সমন্বয়ক পরিষদ নারায়ণগঞ্জ, আরো উপস্থিত ছিলেন, হাজী মোহাম্মদ নাজির খান সভাপতি ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ জেলা, আরো উপস্থিত ছিলেন সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির, মহিলা বিষয়ক সম্পাদক, পারভিন আক্তার, আরো উপস্থিত ছিলেন নারী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ, আরো উপস্থিত ছিলেন কামরুজ্জামান রনি, উপস্থিত ছিলেন হিন্দু-খ্রিস্টান বৌদ্ধ ধর্মের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, উকিলপাড়া হইতে এই বিশাল র‌্যালীটি অনুষ্ঠিত হয়। গিল্ড্রেন ব্যাংকের মরে গিয়ে এক আলোচনা সভা হয়, আলোচনা সভায় নারী সদস্যরা দৈনিক বাংলার বিপ্লব প্রতিনিধিকে জানান, আজ আমরা কি পেলাম, যেখানে বাংলাদেশে ৭ বছরের শিশু ধর্ষিত হয় , আমাদের কোথাও কোন নিরাপত্তা নেই, সব সময় আতঙ্কের মাঝে দিন কাটাতে হয়। আমাদের নিরাপদ বাস্তবায়ন ও স্বাধীন ভাবে চলাফেরা করার লক্ষ্যে বর্তমান প্রধান উপদেষ্টা মহোদয়ের নিকট খুব প্রকাশ করেন এই নারীরা। বলেন ছিনতাই , ধর্ষ,ন, চাঁদাবাজি, সহ বিভিন্ন জিনিসপত্রের মূল্য বৃদ্ধির কারনে অনেক অসহায় গরীব পরিবার নিরাপত্তা সহ বহু কষ্টে জীবন যাপন করছে। আজ এই নারী দিবসে তাহারা এই কঠিন পরিস্থিতি থেকে প্রতিকার চায়, এবং সুষ্ঠু সমাজ সুষ্ঠু দেশ করার লক্ষ্যে, সকলে মিলে দেশটাকে সুন্দর সুশৃঙ্খল করার প্রতিশ্রুতি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *