আলোর মশালের নতুন কমিটির সভাপতি আতিক, সাধারণ সম্পাদক সাইফুল

সাইফুল ইসলাম তুহিন স্টাফ রিপোর্টর: নোয়াখালী হাতিয়া উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশালের নতুন কমিটি গঠন করা হয়েছে। মো. আতিকুর রহমানকে সভাপতি ও সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করেছে সংগঠনটি। ১৮ সদস্য বিশিষ্ট নতুন কমিটিতে স্থান পেয়েছে হাতিয়া ও হাতিয়ার বাইরের কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণেরা।

মঙ্গলবার (১১ মার্চ) আলোর মশালের সদ্য সাবেক সভাপতি সোহেল রানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আলোর মশালের নতুন কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি নাহিদা নিশু, সহ-সভাপতি মাকছুদুর রহমান জনি, বাকের হোসেন, মিশকাত মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক হুমায়ুন উদ্দিন, রাকিব উদ্দিন, আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক এ আর আহাদ, অর্থ সম্পাদক আরমান আলী, প্রচার সম্পাদক মো. রবিন উদ্দিন, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক ইলিয়াস উদ্দিন বাবলু, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাকছুদ রানা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজিৎ দাস, পরিবেশ বিষয়ক সম্পাদক অমিত হাসান সোহাগ, কার্যনির্বাহী সদস্য আজগর হোসেন স্বপন ও সুমন তালুকদার।

প্রসঙ্গত, তরুণদের সংঘবদ্ধ প্রচেষ্টায়, একটি সুন্দর সমাজ বিনির্মাণের প্রত্যয়ে ২০১০ সালের ২১ জানুয়ারি আলোর মশাল পথচলা শুরু করে। যাত্রার শুরু থেকে সংগঠনটি মাদক বিরোধী প্রচারণা, বৃক্ষ রোপণ, মেধাবীদের শিক্ষা উপকরণ বিতরণ, শীতার্তদের শীতবস্ত্র বিতরণসহ নানা সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতিমধ্যে হাতিয়া উপজেলার এস সি এস উচ্চ বিদ্যালয়, সাগরিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, এ বারি দাখিল মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে দিনব্যাপী বিভিন্ন সামাজিক সচেতনতা মূলক প্রোগ্রামের আয়োজন করেছে সংগঠনটি। সম্প্রতি নিঝুম ব্লাড ফাউন্ডেশন আলোর মশালকে সমাজ সেবা মূলক কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক প্রদান করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *