
লেখা- মীর আব্দুল হালিম:
আমার ভুলের দোষে দোষী করে সাজা দিবে মোরে,
কি পরীক্ষা করবে আল্লাহ বুঝতে দিও অন্তরে।
আল্লাহ তুমি পরম দাতা রাহিমুর রহমান
অধম বান্দা তোমার যত করি গুনগান,
তোমার দয়ার শেষ নাই সে কারণে ক্ষমা চাই
আল্লাহ ক্ষমা করে দিও সব অধম মানুষকে
তুমি ক্ষমা না করিলে শাস্তি সবার পেতে হবে
সারাজীবন পেতে হবে ভুলেরও মাশুল
আল্লাহ তুমি মাফ করে দাও জীবনের সব ভুল।
আল্লাহ তুমি ভুলের শাস্তি সহজে দিতে চাওনা
সীমার বাইরে কেউ চলে গেলে তারে ছাড়ো না,
পাপি তাপি যত আছে,মাফ চায় তোমার কাছে,
খাটি মনে তওবা পড়ে হাত উঠায় যখন,
কেঁদে পড়ে অঝোরে সব ভুল স্বীকার করে
ভুল করবোনা কোনদিন মাফ করো আমারে
ক্ষমা চাইলে দয়ার আল্লাহ মাফ করো সবারে।