
লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী:
ওরা আর কেউ নয়. ফিলিস্তিনির শিশু,
আল্লাহু বিনে এই জগতে ভয় পায়না কিছু।
ইসরাঈলের ট্যাংকের বহর বুলডোজারের হানা,
ক্ষেপনাস্ত্রের বিকট শব্দে ভয়ের নেই নিশানা।
পাথর ছুড়ে তাড়িয়ে বেড়ায় ইহুদিদের পিছু,
ওরাই হলো ফিলিস্তিনির শিশু।
মরলে ওরা সহিদ হবে, বাঁচলে হবে গাজী,
গুলতী নিয়ে মেশিন গানের সামনে জীবন বাজী।
এরা সাহসী বীর লড়তে ওরা রাজী।
স্বাধীনতাই ইস্যু, ফিলিস্তিনির শিশু।