লেখা- মীর আব্দুল হালিম।
মনে আছে শত ব্যাথা,
জ্বলে শুধু এ বুকটা
এ ব্যাথা চিরদিন জ্বলবে
তুমি আমার আছো,
তুমি আমার রবে,
যতদিন পৃথিবী থাকবে।
যখন একা বসে থাকি
কল্পনায় তোমায় দেখি
তোমার ছবি কত আঁকি হৃদয়ে
অতীতের স্মৃতি যত
হৃদয়ে জাগে শত
তোমায় কেন মনে মনে ভাবি
হৃদয়ের সৈকতে,
সব ঢেউ জেগে উঠে
যতদিন পৃথিবী থাকবে,
তুমি আমার আছো,
তুমি আমার রবে
যতদিন পৃথিবী থাকবে
এ ব্যাথা চিরদিন জ্বলবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ সুমন চৌধুরী
মোবাইল: +৮৮ ০১৬৭০৫৩৯৯৩৫
জিমেইল: dainikbanglarbiplob@gmail
ওয়েবসাইট: dainikbanglarbiplob.com