কালিহাতীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মাদরাসা শিক্ষকের মৃত্যু

গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক মাদরাসা শিক্ষকের। কাভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন ইব্রাহীম খলিল (৫০), পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তার মেয়ে ইশরাত জাহান ইমু (২০)।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা-ময়মনসিংহ লিংক রোডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ইবরাহীম খলিল উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কদমতলীর বাসিন্দা ও সয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক। স্থানীয়রা জানান, বাবা-মেয়ে মোটরসাইকেলে করে এলেঙ্গায় যাচ্ছিলেন।

মহাসড়ক পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন তারা। ঠিক সে সময় উত্তরবঙ্গগামী একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে তারা সড়কে ছিটকে পড়েন।

ঘটনার পরপরই এলেঙ্গা হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসক ইবরাহীম খলিলকে মৃত ঘোষণা করেন।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. শরীফ জানান, নিহতের ভাই আবুল কালাম আজাদ বাদী হয়ে কালিহাতী থানায় একটি মামলা করেছেন।

এই দুর্ঘটনায় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *