
গৌরাঙ্গ বিশ্বাস বিশেষ প্রতিনিধি : ন্যায় ও ইনসাফভিত্তিক ইসলামী দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলের কালিহাতীতে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় শহীদ জামাল উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় শূরা সদস্য ও টাঙ্গাইল জেলা আমির মুহতারাম আহসান হাবিব মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় শূরা সদস্য ও নায়েবে আমির, টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলাম,
মাওলানা মোহাম্মদ আলী মিঞা, আমির, কালিহাতী উপজেলা জামায়াতে ইসলাম,
এস.এম. এনামুল হক, সেক্রেটারি, কালিহাতী উপজেলা জামায়াতে ইসলাম।
সভায় সভাপতিত্ব করেন রাজু আহমেদ, সভাপতি শহদেবপুর ইউনিয়ন জামায়াতে ইসলাম, এবং অনুষ্ঠান পরিচালনা করেন সৈয়দ রফিকুল ইসলাম রুবেল, সাধারণ সম্পাদক, শহদেবপুর ইউনিয়ন জামায়াতে ইসলাম।
শহদেবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামের উদ্যোগে আয়োজিত এ দাওয়াতী সভায় বক্তারা ইসলামী সমাজব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন এবং ধর্মপ্রাণ মুসলমানদের ইসলামের পথে একত্রিত হওয়ার আহ্বান জানান।