কালিহাতীতে রাজনৈতিক ও সুশীল সমাজের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধিঃ সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রাজনৈতিক ও সুশীল সমাজের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৩ মার্চ সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করেন প্রকৌশলী বাদলুর রহমান খান (বাদল) প্রকৌশলী বাদলুর রহমান খান (বাদল) মালয়েশিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি এবং জাতীয়তাবাদী দল স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের যুগ্ম আহ্বায়ক। এছাড়া তিনি মালয়েশিয়ার আই এইচ এম কলেজের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে উপস্থিত রাজনৈতিক ও সুশীল সমাজের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আনছার আলী সিকদার,এলেঙ্গা পৌর মেয়র শাফি খান,

বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী বাদলুর রহমান খান (বাদল) দেশের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে মূল্যবান দিকনির্দেশনা দেন। ইফতারের পর দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। উপস্থিত অতিথিরা আয়োজকদের এমন মনোজ্ঞ আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সন্তুষ্টি জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *