স্টাফ রিপোর্টার:মাহমুদুল হাসান: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় কারখানার এক শ্রমিক কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন। ওই ঘটনার পর থেকে কারখানাটি ছুটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ইদ্রিস আলী নামের ওই শ্রমিক ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষাক্ত কেমিক্যাল খান। পরে রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়। বিষয়টি শুক্রবার দুপুরের পর জানাজানি হয়।
মোহাম্মদ ইদ্রিস আলী (২৩) নীলফামারী এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় নিশ্চিন্তপুর এলাকায় সপরিবার ভাড়া বাসায় থেকে মনট্রিমস্ লিমিটেড কারখানার কার্টন সেকশনে কাজ করতেন।
কারখানার বেশ কয়েকজন শ্রমিক জানান, এক বছর হয়ে গেলেও ইদ্রিস আলীর চাকরি এখনো স্থায়ী করা হয়নি। স্থায়ী করার বিষয়ে তিনি যখনই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে গেছেন, তখনই তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। এ ছাড়া তিনি নানা বিষয়ে বেশ কিছুদিন ধরে হতাশার মধ্যে ছিলেন। গতকাল রাতের পালার কাজ চলাকালে কোনো এক সময় ইদ্রিস আলী কারখানার কেমিক্যাল পান করেন। পরে তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার পরিদর্শক (অপারেশন) মো. যোবায়ের বলেন, গতকাল মধ্যরাতে এক শ্রমিক এক শ্রমিক আত্মহত্যা করেছে ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ সুমন চৌধুরী
মোবাইল: +৮৮ ০১৬৭০৫৩৯৯৩৫
জিমেইল: dainikbanglarbiplob@gmail
ওয়েবসাইট: dainikbanglarbiplob.com