গাজীপুরের ধীরাশ্রম এলাকায় সাবেক মন্ত্রী আখম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আহত কাসেম খান (২০) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

মোহাম্মদ সুমন চৌধুরী: গাজীপুর: গাজীপুরে জেলার সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হকের বাড়িতে হামলার শিকার হয়ে নিহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবুল কাশেমের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের চিকিৎসক দীপিকা রায় ময়নাতদন্ত সম্পন্ন করেন। পরে রাত ৭টার দিকে শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মনোজ প্রভাকর রায় মরদেহ কাশেমের এলাকার বড় ভাই মো. শাহাদত হোসেনের কাছে হস্তান্তর করেন।

গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হকের বাড়িতে হামলায় নিহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবুল কাশেমের মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

শাহাদাত হোসেন বলেন, আমরা প্রথমে কাশেমের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে জানাজা করবো। পরে গ্রামের বাড়ি গাজীপুরের গাছা থানার বোর্ড বাজারের দক্ষিণ কমলপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তিনি জানান, কাশেমের বাবা বেঁচে নেই। পরিবারে তার মা ও এক বোন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *