গাজীপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে ১৯ দিনে গ্রেফতার ৩২৭ জন

দৈনিক বাংলার বিপ্লব, বিশেষ প্রতিনিধি গাজীপুর: এ পর্যন্ত গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে ৩২৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় গাজীপুর মহানগরীর ৮টি থানা ও গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করেছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার উপ-পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, অভিযানের শুরু থেকে ১৯ দিনে ৩২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় সদর থানায় দুজন, কাশিমপুর থানায় একজন, গাছা থানায় দুজন, পুবাইল থানায় একজন, টঙ্গী পূর্ব থানায় ছয়জন, টঙ্গী পশ্চিম থানায় চারজন ও ডিবি উত্তর থানায় একজন গ্রেফতার হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *