গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ব্র্যাক অগ্নি প্রকল্পেরলানিং-শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত।

মোঃ আতিকুল্লাহ
(স্টাফ রিপোর্টার)
দৈনিক গাজীপুর

গত ১৫ জানুয়ারি বুধবার গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের “ভাওয়াল সম্মেলন কক্ষে” ব্র্যাক জেলা সমন্বয়ক মোঃ আবু জাফরের সভাপতিত্বে ব্র্যাক অগ্নি প্রকল্পের লানিং-শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। উক্ত ব্র্যাক এওয়ারনেস এ্যাকশান এন্ড এডভোকেসি ফর জেন্ডার ইকুয়্যাল এন্ড সেইফ স্পেস ফর উইমেন এন্ড গার্ল (অগ্নি) প্রকল্পটি ‘ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত । উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক ও জেলা মেজিস্ট্রেট জনাব নাফিসা আরেফীন, বিশেষ অতিথি জনাব মোঃ ওয়াহিদ হোসেন, ডিডিএলজি। জনাব মোঃ সোহেল রানা, এডিসি (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা), জনাব ইসতিয়াক আহমেদ, সিনিয়র সহকারী কমিশনার, জনাব মোঃ হাসিবুর রহমান, সহকারী কমিশনার, জনাব এস.এম আনোয়ারুল করিম, উপপরিচালক সমাজ সেবা অধিদপ্তর, মোঃ আল মামুন তালুকদার, জেলা শিক্ষা অফিসার, জনাব শাহনাজ আক্তার, উপ পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, জনাব মোঃ গোলজার হোসেন, জেলা কোর্ট পুলিশ পরিদর্শক । সভায় মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন বরুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ মনিরুজ্জামান ভূঞা, রতনপুর হাজী আনোয়ার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড.আলতাফ উদ্দিন, মৌচাক পাবলিক মডেল স্কুলের প্রধান শিক্ষক জনাব আবদুর রশিদ ও শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের যৌনহয়রানি প্রতিরোধ কমিটির সভাপতি রোকসানা নার্গিস। বক্তারা ব্র্যাক অগ্নি প্রকল্পের সহায়তায় কী ভাবে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ, বাল্য বিয়ে বুলিং ও রিপোটিং এন্ড রেসপন্ডিংএ সচেতন হয়ে কাজ করেন এবং বিদ্যালয়কে নির্যাতন মুক্ত, সেইফ স্পেসে রূপান্তরিক করেছেন তার সফলতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে ছাত্র ছাত্রীদের চলার পথে ঝুঁকি ম্যাপ তৈরি ও যৌন হয়রানি প্রতিরোধ কমিটির কার্যক্রম নিয়ে সভায় উপস্থিত অন্যান্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন।
এ ছাড়াও উক্ত সভায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় আরোও উপস্থিত ছিলেন ব্র্র্যাকের অগ্নি প্রকল্পের প্রোজেক্ট অফিসার আরিফ রাব্বানী ও তাজুল ইসলাম সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি বৃন্দ। উক্ত লানিং শেয়ারিং ওয়ার্কশপ সভা সঞ্চালনা করেন গাজীপুর অগ্নি প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার মোঃ হাবিবুর রহমান । অগ্নি প্রকল্পটি মুলত গাজীপুর জেলার স্থানীয় সরকার, জন প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সংগঠনকে সম্পৃক্ত করে মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা, গণপরিবহন, তৈরি পোশাক কারখানা,ডিজিটাল প্লাটফর্ম, স্থানীয় কমিউনিটিতে যৌন হয়রানি ও জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা তৈরি, রিপোর্টিং, প্রতিকার, আইন সহায়তা ও প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিতে কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *