
মোহাম্মদ সুমন চৌধুরী, গাজীপুর: টঙ্গী তুরাগ নদীর তীরে চলছে তাবলীগ জামায়াতের শুরায়ী নেজাম অনুসারীদের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। আগামীকাল রোববার (২ ফেব্রুয়ারি) আনুমানিক সকাল ৯টার দিকে অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত।
আখেরি মোনাজাত পরিচালনা করবেন শুরায়ী নেজাম অনুসারী মাওলানা জুবায়ের আহমেদ।
শনিবার (১ ফেব্রুয়ারি) মাওলানা জুবায়ের অনুসারী মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান এ কথা জানান।
তিনি বলেন, ৩১ জানুয়ারি শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবার বিশ্ব ইজতেমার প্রথম এবং দ্বিতীয় পর্ব পরিচালনা এবং অংশগ্রহণ করবেন শুরায়ী নেজাম (মাওলানা জুবায়ের) অনুসারীরা মুসল্লিরা। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯টার দিকে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।
এরপর ৩ ফেব্রুয়ারি বাদ মাগরিব আম বয়ানে শুরু হবে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। পরে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে শুরায়ী নেজাম অনুসারিদের ৫৮তম বিশ্ব ইজতেমা।