গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নের সুযোগ

মীর মোঃ আব্দুল হালিম, সিরাজগঞ্জ: গ্রামীণ উন্নয়ন বলতে গ্রামীণ সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন সাধন এবং গ্রামীণ জনগণের জীবন মাত্রার মান উন্নয়ন করাকে বুঝায়। বাংলাদেশের মোট জনসংখ্যার শতকরা প্রায় ৮৫ ভাগ মানুষ গ্রামে বসবাস করে এবং প্রায় ৮০ ভাগ লোকই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল।

সার্বিক গ্রামীণ উন্নয়ন বলতে কৃষি উন্নয়নের সাথে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সহ অর্থনৈতিক উন্নয়নের সকল সুযোগ সুবিধা বৃদ্ধি এবং গ্রামীণ জনগণের সামাজিক ও অর্থনৈতিক বৃদ্ধিকেই বুঝায়।

আমাদের বৈদেশিক মুদ্রার বেশিরভাগ অর্জিত হয় কৃষিজাত পণ্য রপ্তানি হতে। সুতরাং গ্রাম হলো কৃষি ভিত্তিক বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। যুক্তরাষ্ট্র,কানাডা,পশ্চিম জার্মানি,জাপান,গ্রেটবৃটেন,ইতালি,ফ্রান্স ও বেলজিয়াম প্রভৃতি দেশ সমূহ উন্নত দেশের পর্যায় ভুক্ত। পৃথিবীর যে সকল দেশের উল্লেখযোগ্য অর্থনৈতিক অগ্রগতি সাধিত হয়েছে এবং জনগণের জীবন যাত্রার মানও অত্যান্ত উঁচু হয়েছে।

যারজন্য সেই সকল দেশকে উন্নত দেশ বলা হয়। এই সকল দেশের উন্নত যন্ত্রপাতি ও কলাকৌশলের ব্যাপক প্রয়োগের ফলে কৃষি ও শিল্পের উৎপাদন অধিক হয়ে থাকে। এ কারণে উন্নত দেশের মোট জাতীয় উৎপাদন এবং মাথাপিছু আয়ের পরিমান অনেক বেশি হয়ে থাকে।

তা ছাড়া এ সকল দেশে এক দিকে যেমন নিত্য ব্যবহার্য ও বিলাসজাত দ্রব্যের যোগান প্রচুর তেমনি শিক্ষা বাসস্থান ও চিকিৎসার পর্যাপ্ত সুযোগ সুবিধা বিদ্যমান।

সুতরাং বাংলাদেশের কৃষি মন্ত্রণালয় থেকে শুরু করে প্রত্যেক বিভাগের উচ্চ পদের কৃষি বিশেষজ্ঞ ও কর্মকর্তা সকল জেলায় ও উপজেলায় কৃষি উৎপাদনের উপর সুনজরে রাখার উপরে বিশেষ প্রয়োজন বলে সকলের চিন্তাধারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *