
মোঃ শরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ: ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি,সেই আনন্দ ও খুশি ভাগাভাগি করতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কর্মরত দূর দূরান্ত থেকে নিজ নিজ গ্রামে নাড়িঁর টানে পরিবার আর প্রিয় মানুষদের কাছে ছুঁটে আসে মানুষ। দীর্ঘ এক বছর পরে বন্ধুদের সাথে শৈশবের নানান স্মৃতি খুঁজে পান সকলে। গল্পে আড্ডায় মেতে উঠেন প্রতিনিয়ত। ঈদের এই আনন্দ ও খুশি ভাগাভাগি করতে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার চৈরগাঁতী ভদ্রঘাট উচ্চ বিদ্যালয়ে সৃষ্টি হয় আনন্দময় এক সুন্দর অনারম্বন পরিবেশে প্রাক্তন শিক্ষার্থীদের “ঈদ পূর্ণমিলনী”।
গত(১লাএপ্রিল )মঙ্গলবার সকাল ১১টায় চৈরগাঁতী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমবারের মতো এস.এস.সি ২০০৩ হতে ২০২৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের শৈশবের স্মৃতি ভাগাভাগি করেছেন এই ঈদ পূর্ণমিলনীর মাধ্যমে। পুনর্মিলনীতে ২৫ বছরের পুরোনো স্কুলটিতে এসেছেন প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমান কর্মরত শিক্ষক কর্মচারী ও সাবেক শিক্ষক বৃন্দ এবং বিদ্যালয়ের পরিচালনা কমিটিসহ অভিভাবক বৃন্দ।
ঈদের ছুটি পেয়ে সুন্দর মুহূর্ত কাটাতে আনন্দে মাতোয়ারা হয়েছেন সকলেই। বিদ্যালয় পরিচিতি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলাধীন যমুনা বহুমুখী সেতু অ্যাপ্রোস রোড সংলগ্ন মনোরম পরিবেশে ১৯৯৮ ইং সালে ৭৫ শতক ভূমির উপর এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়ে অত্রএলাকার শিক্ষার্থীর মাঝে পাঠদান দিয়ে আসছে। বিদ্যালয়টিতে রয়েছে একটি চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন ও তিনটি টিনশেড ঘর, একটি ডিজিটাল ল্যাব এবং ২০১২ সাল হতে বিদ্যালয়টিতে এস.এস.সি ভোকেশনাল শাখা পরিচালিত হয়ে আসছে বিদ্যালয়ের সামনে একটি সুন্দর খেলার মাঠ রয়েছে মাঠের পাশেই একটি শহীদ মিনার রয়েছে বিদ্যালয়ের পাশ দিয়ে একটি পাকা রাস্তা চলে গিয়েছে। অংশগ্রহণকারীরা জানান, কর্মমব্যস্ত জীবন শেষে ছুটি পেয়ে দীর্ঘপথ পাড়ি দিয়ে দেশের বিভিন্ন জেলা হতে নিজ গ্রামে পা ফেলে স্বস্তির নিঃশ্বাস সকলের।
এ বছর রাস্তায় তেমন যানজট না থাকায় সঠিক সময়ে নিজ গন্তব্যস্থলে আসতে পেরে খুঁশি সকলে। নতুন প্রজন্মের সাথে আগামী প্রজন্ম হাঁসি খুশিতে মেতে উঠে মুহূর্তগুলো। চৈরগাঁতী ভদ্রঘাট উচ্চ বিদ্যালয় মাঠে বড় পরিসরে আয়োজিত এই পুনর্মিলনীতে অংশ গ্রহণ করে প্রায় ১৫০ জন প্রাক্তন শিক্ষার্থীর সহ বর্তমান শিক্ষার্থীর একাংশ। শিক্ষার্থীরা তাদের বক্তব্যে ব্যক্ত করেন এই প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী অনেক অভিজ্ঞ যাদের শিক্ষায় আমরা শিক্ষিত হয়ে আজ দেশের বিভিন্ন দপ্তরে আমরা কর্মরত আছি। আশা করি আগামীতেও এই বিদ্যালয় হতে আরোও ভালো মানের শিক্ষার্থী বের হয়ে দেশের বিভিন্ন দপ্তরে কর্মরত থাকবেন। অনুষ্ঠানের মধ্যে আরো আনন্দঘন মুহূর্ত তুলে ধরার জন্য লটারি, হাড়িভাঙ্গা খেলা ও বালিশ খেলার আয়োজন করা হয়।এবং সর্বোপরি এই বিদ্যালয়ের সার্বিক মঙ্গল কামনা করছি। বিভিন্ন খেলার বিজয়ীদের পুরস্কৃত করেছেন এবং দুপুরে ভোজের ব্যবস্থা করা হয়েছে।