জাপানের রাজধানী টোকিওতে অবস্থিত বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা আইস্পেস (ispace) ঘোষণা করেছে যে তারা ২০২৫ সালের জানুয়ারি মাসে চাঁদের উত্তর মেরুতে একটি মহাকাশযান পাঠাবে। এই মিশনের নাম 'এসএমবিসি এক্স হাকুটো-আর মিশন ২'। মিশনটির লক্ষ্য চাঁদের 'মারে ফ্রিগোরিস' বা 'হিম সাগর' অঞ্চলে অবতরণ করে চাঁদের পৃষ্ঠের বৈশিষ্ট্য এবং সম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহ করা।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ সুমন চৌধুরী
মোবাইল: +৮৮ ০১৬৭০৫৩৯৯৩৫
জিমেইল: dainikbanglarbiplob@gmail
ওয়েবসাইট: dainikbanglarbiplob.com