টঙ্গী ইজতেমায় আখেরী মোনাজাতের সময় ড্রোন আতঙ্ক, ছুটোছুটিতে ৪১ মুসল্লি আহত

মোহাম্মদ সুমন চৌধুরী টঙ্গী গাজীপুর: সকাল ৯টা বেজে ৩৩ মিনিটে, গাজীপুরের টঙ্গীতে মাওলানা জোবায়েরের অনুসারীদের প্রথম ধাপের ইজতেমায় আখেরি মোনাজাত হচ্ছিলো। হাজারো মুসল্লি প্রার্থনায় ব্যস্থ। এরই মধ্যে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। কিছু বুঝে ওঠার আগেই আতঙ্কে মুসল্লিরা দৌড়াতে শুরু করেন। এ সময় পড়ে গিয়ে ও পদদলিত হয়ে ৪১ মুসল্লি আহত হন।

আজ রোববার সকালে প্রথম ধাপের ইজতেমার আখেরি মোনাজাতের সময় টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটেছে। ওই সড়কে খেলনা গ্যাস বেলুন বিক্রি করছিলেন এক ব্যক্তি। হঠাৎ একটি ড্রোন ক্যামেরার আঘাতে কয়েকটি বেলুন ফেটে যায়। বেলুন ফাটার বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন মুসল্লিরা।

আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স মো. মোস্তাফিজুর রহমান দৈনিক বাংলার বিপ্লবকে বলেন, বেলুন ফাটার ঘটনায় আহত হয়ে তাঁদের হাসপাতালে মোট ৪১ জন চিকিৎসা নিয়েছেন। তবে কারও অবস্থা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁরা যে যাঁর মতো চলে গেছেন। মূলত হুড়োহুড়ি করতে গিয়ে মুসল্লিরা আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, টঙ্গীর স্টেশন রোড এলাকায় মুসল্লিরা মোনাজাতে ছিলেন।এ সময় সেখানকার আবেদা হাসপাতালের সামনে কয়েকটি গ্যাস বেলুন নিয়ে দাঁড়িয়ে ছিলেন এক ব্যক্তি। সেখানে কেউ একজন ড্রোন উড়িয়ে মোনাজাতের ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এর মধ্যে হঠাৎ ড্রোনটি গিয়ে বেলুনে আঘাত করলে দুই থেকে তিনটি বেলুন ফেটে বিকট শব্দ হয়। পরে হুড়োহুড়িতে মুসল্লিরা আহত হন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *