
মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার, দৈনিক বাংলার বিপ্লব: ১৫ মার্চ রোজ শনিবার বিকাল টঙ্গী সরকারি কলেজ এর মেইন গেইট এর সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মাহে রমজান উপলক্ষে ইফতার বিতরণ করেন গরীব দুস্তদের মাঝে এবং সেই সাথে অটোরিকশা এবং ভ্যানগাড়িতে থাকা লোকদের মাঝে উক্ত ইফতার বিতরণ করেন টঙ্গী সরকারি কলেজ ছাত্রদল এর সভাপতি পদপ্রার্থী মেহেদী হাসান রোমান ।
আরও উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা হৃদয়,শামিম বাদল সেজান সহ আরও অনেক নেতৃবৃন্দ ।
ইফতার বিতরণ শেষে টঙ্গী কলেজ ছাত্রদল সভাপতি পদপ্রার্থী রোমান বলেন এই ইফতার পাটি আমরা প্রতি বছর আয়োজন করি, তার মধ্যে এবার একটু আলাদা আনন্দ উপভোগ করছি, গত ১৫ বছরে এমন আনন্দ উপভোগ করতে পারি নাই। পরিশেষে সবাই কাছে দোয়া চাই পরবর্তীতে এর চেয়ে আরও বড়সর ভাবে এই ইফতার পাটি আয়োজন করতে পারি।
আমরা জনগনের পাশে আছি এবং যতদিন বাঁচবো ততদিন জনগণের পাশে থেকে সেবা করে যাবো ইনশাআল্লাহ। বলে বক্তব্য শেষ করেন।