
ফয়জুর রহমান (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের তারাকান্দা উপজেলাধীন ৪ নং ঘাঁলাগাও ইউনিয়ন কৃষক দলের উদ্যেগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ মার্চ বৃহস্পতিবার ঘাঁলাগাও ইউনিয়নের ভাবনিকোনা পূর্ব পাড়া জামে মসজিদের সামনের মাঠে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত ইফতার মাহফিলে ৪নং ঘাঁলাগাও ইউনিয়ন কৃষক দলের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক খায়রুল ইসলাম এর সভাপতিত্বে ও কৃষক দল নেতা হুমায়ুন কবির চপল এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর -তারাকান্দা গন মানুষের নেতা সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির ১নং সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলহাজ্ব আবুল বাশার আকন্দ।
, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক নুরুল আমিন, ফুলপুর পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, ফুলপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, তারাকান্দা উপজেলা কৃষক দলের সহ সভাপতি সাইদুল ইসলাম তালুকদার, ফুলপুর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক আব্দুল হাদী আকন্দ সানোয়ার প্রমুখ।
উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ৫ আগস্টের পর সৈরাচার এর পতন হলেও এখনো সৈরাচার এর ধূসররা বিভিন্ন সেক্টরে গাপটি মেরে আছে তারা এবং তাদের বিদেশী প্রভুরা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করতেছে। এমত অবস্থায় দেশের এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য নির্বাচিত গণতান্ত্রিক সরকারের কোন বিকল্প নেই। তাই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে দ্রুত সময়ে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন দিয়ে এই পরিস্থিতি থেকে উত্তরণ এর আহবান জানান। এবং দেশের এই পরিস্থিতিতে ঐক্যের কোন বিকল্প নেই তাই সকলকে দেশ ও জাতির স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।