রক্তের স্রোত আর লাশের মিছিল পেরিয়ে,
মখমল গালিচা পাতা সিঁড়ি টপকে, বসে আছো সুখের
আসনে, বসেই থাকো। আইন নিয়ে গলাবাজি করোনা,
সাবধান! আখের গুছিয়ে নেয়ার সুযোগ আর দেবো নাতো।
পারবে দিতে মানব রচা আইন? মায়ের জটর ছিড়ে
বেরিয়ে আশা শিশু দুগ্ধের নিস্কন্ঠক ভোগের অধিকার।
হে আইন রচয়িতা! “আইনের মুখোমুখি তুমি কি
হয়েছো কখনও? হয়তো হয়েছো, তোমার টাকা আছে তাই।”
দশটা উকিল কেনা হয়। আগাম জামিনও তোমার প্রাপ্য অধিকার।
আমার কোন জমি নেই। হাতে নগদ টাকা নেই। অসুখে
পথ্য নেই। লেখার কাগজ নেই। শীতের বস্ত্র নেই।
ক্ষুধায় অন্ন নেই। অতএব, আইনের কথা আমায় বলোনা।
আমি বিক্রি হই, ভাড়া খাটি। মাঝে মাঝে হরতাল হই।
পাথর কুড়ায়ে, পরিত্যক্ত ডিব্বায় ভরে নিয়ে পথে যাই।
বিস্ফোরকের বিস্ফোরনে বিলাশময় শাড়ীগুলো চুর্নিত করে,
তৃপ্ত হয় বখাটে জিন্দেহী।
আইন ফলাবার এত কিসের খায়েস?
কর্মীকে পারনা দিতে কাজ। জুলমের করলে না মুন্ডপাত।
যৌ্বনকে পারোনা দিতে প্রেম। দূর্নীতির বৃক্ষ না করে উচ্ছেদ।
চেহারাটুকু আর্শিতে বিম্বায়িত করে, দেখবে। স্বীয় গড়া স্বর্গে, তুমিই প্রথম হবে লাশ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ সুমন চৌধুরী
মোবাইল: +৮৮ ০১৬৭০৫৩৯৯৩৫
জিমেইল: dainikbanglarbiplob@gmail
ওয়েবসাইট: dainikbanglarbiplob.com