
লেখা- মীর আব্দুল হালিম:
সাগর করে উত্তাল পাতাল
ভাঙা তরী ছেঁড়া পাল
নতুন মাঝি ধরেছে হাল
কেমনে দিবো পারি
আল্লাহর উপর নির্ভর করে
তরী দিলাম ছাড়ি।।
সাগর পারি দিতে যদি
ঝড় কভূ আসে
দয়ার আল্লাহ ঝড়ের সময়
থেকো তুমি পাশে,
আল্লাহ ছাড়া উপায় নাই
আল্লাহ তোমার সহায় চাই
আপদে বিপদে আল্লাহ তুমি রক্ষাকারী
আল্লাহর উপর নির্ভর করে
তরী দিলাম ছাড়ী।
শয়তান এসে ধোঁকা দেয়
মনে দেখায় ভয়
বড় সাগর পারি দিয়ে
কেমনে করবে জয়,
আল্লাহর উপর ভরসা রাখলে
আল্লাহ সব সাহায্য করে
আপদ বিপদ যতই আসুক
সবই যাবে চলি
আল্লাহর নির্ভর করে
তরী দিলাম ছাড়ি।