মোহাম্মদ সুমন চৌধুরী, গাজীপুর সিটি: গাজীপুর জেলার কাপাসিয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে নিখোঁজ হওয়ার ১৬ ঘণ্টা পর সাফায়াত সাজিদ (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) ভোরে কাপাসিয়া সদরের মধ্যপাড়া গ্রামের কুইশা খাল এলাকা থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে, (২৮ জানুয়ারি) মঙ্গলবার কাপাসিয়ার সদর মধ্যপাড়া গ্রামের নানার বাড়ি থেকে সাজিদ নিখোঁজ হয়। সে দস্যুনারায়ণপুর গ্রামের সৌদিপ্রবাসী সোহাগ মিয়ার একমাত্র ছেলে এবং কাপাসিয়ার বঙ্গতাজ প্রি-ক্যাডেট একাডেমিতে নার্সারির শিক্ষার্থী।
সাজিদের নানা মজিবুর রহমান বলেন, ‘৫-৬ দিন আগে নাতি সাফায়াত সাজিদকে নিয়ে মেয়ে বেড়াতে আসে। মঙ্গলবার দুপুর থেকে সাজিদ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। সকালে তার মাকে নিয়ে নদীর পাড় দিয়ে খুঁজতে বের হই। ফেরার পথে বালুর গদির পাশের জঙ্গলে বাজারের ব্যাগে নাতির মরদেহ দেখতে পাই।’
ওসি কামাল হোসেন বলেন, ‘কুইশা খাল এলাকায় শিশু সাফায়াত সাজিদের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। শিশুটির পরনে প্যান্ট, হলুদ গেঞ্জি এবং সাথে একটি প্লাস্টিকের ব্যাগ রয়েছে। কোনোকিছু দিয়ে শিশুর গলায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা করা হচ্ছে।’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ সুমন চৌধুরী
মোবাইল: +৮৮ ০১৬৭০৫৩৯৯৩৫
জিমেইল: dainikbanglarbiplob@gmail
ওয়েবসাইট: dainikbanglarbiplob.com