
মোঃ আরিফ রাব্বানী, স্টাফ রিপোর্টার: বিশিষ্ট ব্যাক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিকলী উপজেলা শাখার উদ্যােগে সোমবার (১০ মার্চ) হাওর বিলাস রিসোর্টে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলার আমীর মোঃ আবুল হোসেনে’র সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রিয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ রমজান আলী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি শামছুল আলম সেলিম। আরও উপস্থিত ছিলেন মহরকোনা আশরাফিয়া দাখিল মাদ্রাসার (অবঃ সুপার) মাওঃ মাহবুবুর রহমান, সহশ্রাম ছাইমুন্নেছা ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ আবুল কালাম আজাদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা সাবেক আমীর ইসরাফিল সরকার, মোঃ আব্দুল কাইয়ুম, মোঃ নাসিরুদ্দিন রুবেল, মাওঃ মুসলেহ উদ্দিন রহমানী প্রমুখ।
এ ছাড়াও অনুষ্ঠানে বিপুল সংখ্যক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত ইফতার মাহফিল পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নিকলী উপজেলা শাখার সেক্রেটারি মাও. রফিকুল ইসলাম।