আহত এক পাখির মত প্রান ছটফট শুধু করে
দিবা নিশি তোমার কথা আমার মনে কেন পড়ে।
আমার বুকের ব্যাথায় চোখের জল একি ছিল তোমায় দেয়ার ভালবাসার ফল
বারে বারে বিরহের জ্বালা জাগে অন্তরে
দিবা নিশি তোমার কথা আমার মনে কেন পড়ে।
বুকে আঘাত দিয়ে তুমি আছো বড় সুখে
একবার তুমি ভাবলে না আমায় নিয়ে আছি কেমনে
আমায় যতই কষ্ট দাওনা তুমি থাকবে বুকের ভিতরে
অতিত স্মৃতি জাগলে মনে নিরবে অশ্রু ঝড়ে।
দিবা নিশি তোমার কথা আমার মনে কেন পড়ে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ সুমন চৌধুরী
মোবাইল: +৮৮ ০১৬৭০৫৩৯৯৩৫
জিমেইল: dainikbanglarbiplob@gmail
ওয়েবসাইট: dainikbanglarbiplob.com