
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: বগুড়া জেলার শেরপুর থানায় দায়ের হওয়া ধর্ষণ মামলার আসামি মো. হবিবর রহমান হবিকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব–১২)।
আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার প্রতাপ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মো. হবিবর রহমান হবি শেরপুর জেলার পালাসন ছয়কাটি গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, ১৫ বছরের এক কিশোরীকে বিস্কুটের প্রলোভন দিয়ে মাটির শয়ন ঘরে নিয়ে ধর্ষণ করে আসামি মো. হবিবর রহমান হবি (৪৫)।
বিষয়টি জানতে পেরে মেয়ের বাবা বাদী হয়ে একটি ধর্ষণ মামলা করেন।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।