
লেখক- মীর মোঃ আব্দুল হালিম, সিরাজগঞ্জ:
আমি বুঝিনারে ময়না….
তুমি কেন এতো ভালোবসো
আমি কেন জানিনা বলতে কেন পারিনা
অন্তরে জ্বলো শুধু তুমি
আমার অন্তর কেন জ্বলে তোমারও লাগিয়া
বলতে পারবে শুধু তুমিরে ওরে ময়না
আমি বুঝিনারে ময়না
তুমি কেন এতো ভালোবাসো।
তুমি যতই ঘৃনা করো
তত অন্তর জ্বালায় মরো
জানে শুধু তোমার বুকের ভিতরে
তুমি কি বিষের জ্বালায় জ্বলছো কেন বলনা
অন্তর খুলে তুমি কেন বলনা ওরে ময়না
আমি জানিনারে ময়না….
তুমি কেন এতো ভালবাসো।
তুমি পোষা ময়না
ভয় কেন পাওনা
ভুল কথা বললে তুমি ছাড়োনা
তুমি একটু আদর পেলে সবকিছু যাও ভুলে
স্পর্শ কাতরে তুমি পাগলা ওরে ময়না
আমি বুঝিনারে ময়না….
তুমি কেন এতো ভালোবাসো।