
ভালবাসা বোধগম্য নয়।
ভালোবাসা দিয়ে হয়তো ভালো বাসা বাঁধে
অ-সত্তার মাঝে আমাদের সত্তা,
কখনো সারাদিন আড্ডা কখনো রাত জেগে
কখনো দূরে কখনো কাছে,
মাঝে মাঝে তুমি আমাকে পরিমাপ ছাড়াই ভালোবাসো।
তুমি কাছে বা দূরে যেখানেই থাকো,
তুমি সবসময় আমার হৃদয়ে আছো
পাশাপাশি কথা বলে বা কথা না বলে,
কখনো নীরব স্বপ্নে।
তুমি প্রাচীন ক্রোধের সাথে দরবারী মেজাজে থাকো,
সারাজীবন একসাথে থাকতে চাই,
মেঘলা স্মৃতিতে নিশিও আছে তোমার সাথে,
দীর্ঘ যাত্রায় তুমি খুবই ক্লান্ত।
তবুও দুজনের মধ্যে ভালোবাসা আছে।
দেয়ালে দেয়ালে লেখা থাকে না শুধু ভালোবাসার কথা
শুধু অনুভব হয় প্রেম!