ফুলপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ফয়জুর রহমান, ময়মনসিংহ, প্রতিনিধি : অধিকার, সমতা,ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফুলপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ মার্চ শনিবার সকাল ১১ টায় ফুলপুর উপজেলা পরিষদ চত্বরে থেকে একটি র‍্যালী বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ফুলপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল ইসলাম কামুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, উপজেলা নির্বাচন অফিসার বেলাল খান,আনসার ভিডিপি কর্মকর্তা মৌসুমি আক্তার, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপিকা মাহমুদা সুলতানা প্রমুখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তাগন বলেন বর্তমান সময়ে নারীদের সম অধিকার থাকলেও কিছু কিছু ক্ষেত্রে নারীরা নিরাপত্তা হীনতায় রয়েছে। সমাজে নারীর প্রতি মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলেও এখনো পুরোপুরিভাবে নারীর স্বাধীনতা অর্জিত হয়নি। এই জন্য আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে, আমরা এ সমাজে নারী পুরুষের ভেদাভেদ তৈরি করতে চায় না আমরা মানুষ পরিচয়ে বসবাস করতে চায়। বক্তাগন বিশেষ করে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ব্যাপারে বিভিন্ন রকম পরামর্শ প্রদান করেন, এবং নারীরা যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয় তাহলে সমাজ থেকে নারীর প্রতি অবহেলা নারী নির্যাতনের মত জঘন্য কাজ অনেকাংশেই কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *