মাহবুব আলম, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে ট্রলির সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুলতান মিয়া (৫৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১ঘটিকায় ফুলপুর-বালিয়া আঞ্চলিক সড়কের দিউ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুলতান মিয়া উপজেলার রুপসী ইউনিয়নের পাগলা গ্রামের আবু তালেবের সন্তান ও ফুলপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীরের বড় ভাই।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় নিহত সুলতান মিয়া মোটরসাইকেল যোগে বাড়ি থেকে ফুলপুরে আসার পথে ফুলপুর-বালিয়া আঞ্চলিক সড়কের দিউ সিকদার বাড়ি সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি হ্যান্ড ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সুলতানকে মৃত ঘোষণা করেন। স্বজনদের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও ট্রলি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ সুমন চৌধুরী
মোবাইল: +৮৮ ০১৬৭০৫৩৯৯৩৫
জিমেইল: dainikbanglarbiplob@gmail
ওয়েবসাইট: dainikbanglarbiplob.com