ফুলপুরে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৩ জন।

দৈনিক বাংলার বিপ্লব (ময়মনসিংহ) প্রতিনিধিঃ সোমবার সকাল ৯ ঘটিকায় ময়মনসিংহ -শেরপুর মহাসড়কে মাড়াদেওরা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত ৩ জন হল নরসিংদী রায়পুরা উপজেলার নব্বে মিয়ার পুত্র আবুল কাশেম (৫০), শেরপুরের নকলা উপজেলার সাতুগাও গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র আশিক (২০), ফুলপুরের হাট পাগলা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে হাসান (১৮) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি, তিনি বলেন যাত্রীবাহী একটি সিএনজি শেরপুরের নকলা উপজেলা থেকে ময়মনসিংহে যাওয়ার পথে শেরপুর ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মাড়াদেওরা নাম স্থানে পৌচালে বিপরীত দিক থেকে আসা একটি টাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয়। এবং এ সময় আরো তিনজন গুরুতর আহত হয়।

আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করা হয়েছে এবং নিহতদের লাশ থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়া দিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *