
মাহবুব আলম , হালুয়াঘাট (ময়মনসিংহ,) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে ৫ ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল ৩ ঘটিকার সময় ফুলপুর মহিলা ডিগ্রি কলেজ রোড সানাই কমিউনিটি সেন্টারে ফুলপুর উপজেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এমদাদ হোসেন খান এর সভাপতিত্বে ও উত্তর জেলা বিএনপির সদস্য আমজাদ সরকার এর সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির ১ নং সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আলহাজ্ব আবুল বাশার আকন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য কুদরত আলী, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম দুলাল, সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুস সামাদ আকন্দ, সাবেক, সদস্য নজরুল ইসলাম আর্মি, পৌর বিএনপির সাবেক সহ সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, পৌর বিএনপি নেতা দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক খালেদ মোশাররফ সোহাগ , পৌর কৃষক দলের সভাপতি আব্দুল্লাহ আল ইল্লাল, সাধারণ সম্পাদক আবুল হাসান মানিক, সহ ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি সাংগঠনিক কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন প্রকার দিকনির্দেশনা প্রদান করেন। এবং যাতে করে আগামী দিনে আওয়ামী দুষ্কৃতিকারীরা খোলস পাল্টে বিএনপিতে অনুপ্রবেশ না করতে পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকার আহ্বান জানান। এ সকল দুষ্কৃতিকারীদের দলে অনুপ্রবেশ করাতে যদি বিএনপি’র কোন নেতাকর্মী জড়িত থাকে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুষ্ঠান শেষে আওয়ামী ফ্যাসিবাদের অপতৎপরতার বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মিছিলটি ফুলপুর মহিলা ডিগ্রী কলেজ রোড সানাই কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু হয়ে ফুলপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার সানাই কমিউনিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।