ফুলপুরে রমজান উপলক্ষে সুলভ মূল্যের হাটের উদ্বোধন

ফয়জুর রহমান, ফুলপুর ( ময়মনসিংহ) প্রতিনিধি: ফুলপুরে পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের মুল্য ঊর্ধ্বগতি রোধ ও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে।উপজেলা প্রশাসনের আয়োজনে মাসব্যাপী সুলভ মূল্যের হাটের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে এই হাটের উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও তারাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক মোতাহার হোসেন তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার ফারুক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিস কর্মকার, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা লুৎফর রহমান,ফুলপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, ফুলপুর উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক খালেদ মোশাররফ সোহাগ প্রমুখ।উক্ত হাটে সপ্তাহে তিন দিন ক্রেত বিক্রেতাগন ক্রয় বিক্রয় করতে পারবে।

উল্লেখ্য গরুর গোস্ত ৬৫০ টাকা কেজি, ছোলা ৯০ টাকা, সয়াবিন তেল ১৬৫ টাকা লিটার, মসুর ডাল ৯৫ টাকা কেজি, চিনি ১১৫ টাকা কেজি, ডিম ৩৪ টাকা হালি,(একজন সবোচ্চ ৩ হালি) আলু ১৫ টাকা কেজি দরে একজন ক্রেতা সবোচ্চ ২ কেজি হারে ক্রয় করতে পারবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *