কায়সার ফেরদৌস, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে ১নং ছনধরা ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ১নং ছনধরা ইউনিয়ন কৃষক দলের সভাপতি মনোয়ার হোসেন এর সভাপতিত্বে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির ১নং সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ্ব আবুল বাসার আকন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক, খলিলুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক কায়সার ফেরদৌস, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক, বিএনপি নেতা লুৎফর রহমান, ইউনিয়ন যুবদলের সভাপতি ইকবাল হোসেন, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবু তাহের,সহ ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ, ও ওয়ার্ড কৃষক দলের নেতৃবৃন্দ সহ ইউনিয়নের সর্বস্তরের কৃষকগণ অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয় মাঠ প্রর্যায়ে কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে কি কি সমস্যা ও প্রতিকুলতা আছে সে গুলো শুনেন এবং সেগুলোর তালিকা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট পেরন করবেন বলে আশ্বস্ত করেন। এবং ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে এই সমস্ত সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেয়া হবে বলে সকলকে আশ্বস্ত করেন। এবং বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশকে কৃষিতে স্বয়ংসম্পূর্ণ করতে যা যা করনীয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ সুমন চৌধুরী
মোবাইল: +৮৮ ০১৬৭০৫৩৯৯৩৫
জিমেইল: dainikbanglarbiplob@gmail
ওয়েবসাইট: dainikbanglarbiplob.com