
মাহবুব আলম , ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ উত্তর জেলাধীন ফুলপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নবগঠিত আহবায়ক কমিটিতে আওয়ামীলীগ কে পূর্ণবাসন করার প্রতিবাদে ও উক্ত বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে (১৫ ফেব্রুয়ারি) শনিবার বিকাল ৫ ঘটিকায় ফুলপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে, কমিটিতে পদ বঞ্চিত নেতাকর্মীরা। উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে পদ বঞ্চিত নেতা কর্মীরা বলেন
গত ০৯/০২/২০২৫ খ্রি.রাত ১১ টায় ফেসবুকে আকস্মিক ফুলপুর উপজেলা বিএনপির ৯৪ সদস্য ও পৌর বিএনপির ৯৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অতচ ফুলপুরে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির পাঁচজন সক্রিয় সদস্য থাকা সত্ত্বেও তাদের সাথে কোন রকম আলোচনা না করে। এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে মামলা, হামলা ও জেলা জুলুম সহ্য কারী অনেক কর্মীদের বাদ দিয়ে। আওয়ামী ফাঁসিবাদীদের ধূসর ও অনেক পদধারী নেতাদেরকে উক্ত কমিটিতে স্থান করে দেওয়া হয়েছে। পদ বঞ্চিত নেতাকর্মীরা আরোও বলেন অচিরেই এই বিতর্কিত কমিটিকে বাতিল করে ত্যাগী ও দুঃসময়ে দলের পাশে থাকা কর্মীদেরকে মূল্যায়ন করে উক্ত কমিটিতে স্থান দিতে হবে। অন্য থায় আগামী নির্বাচনে দলের মাঝে এর বিরূপ প্রভাব পড়তে পারে।