
আলফাজ দেওয়ান, গাজীপুর প্রতিনিধি: বিএনপি রাজপথে ছিল থাকবে মন্তব্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন বলেছেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে সুতরাং কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তুহিন বলেন, স্বাধীনতার পর থেকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ কখনো সমালোচনা সহ্য করতে পারে নাই। বিএনপির তারেক রহমানের বিরুদ্ধে সবসময় মিথ্যা প্রচার করতো। ইচ্ছে করলে আমরাও পারতাম কিন্তু আমরা তা করিনি। এক কার্টুনিস্ট দিয়ে বিএনপি তারেক রহমানের বিরুদ্ধে একটি ব্যঙ্গচিত্র করলো কিন্তু তারেক রহমান কোনো সমালোচনা করেননি। তারা (আওয়ামী লীগ) দীর্ঘ ক্ষমতায় থেকে দেশটাকে ধ্বংস করে ফেলেছিল। জুলাই বিপ্লবের মাধ্যমে আজ তা মুক্ত হয়েছে।
জিয়া সাইবার ফোর্সের উদ্দেশ্যে তিনি বলেন, বিগত সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগ যে পরিমাণ অন্যায় করেছে তা বলে শেষ করা যাবে না। বিশেষ করে মিডিয়ার কণ্ঠ লেখুনি বন্ধ করে রেখেছিল। মিডিয়া যখন কোনো কিছু লিখতে পারিনি, তখন জিয়া সাইবার ফোর্সের মাধ্যমে জাতির কাছে তুলে ধরা হয়েছে। কোনো কিছু প্রত্যাশা না করে আপনারা এগিয়ে যান। আপনারা দলের সাথে ছিলেন এবং আগামীতেও থাকবেন। বিএনপি আপনাদের জন্য দীর্ঘ পথে থাকার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।
জিয়া সাইবার ফোর্স বিএনপির অঙ্গ সংগঠনের সাথে নেওয়া যাবে না, কিন্তু কিভাবে আপনাদের পাশে রাখা যায় এই বিষয়ে দলের শীর্ষ নেতাদের সাথে আলাপ করবে বলেও জানান তিনি।
আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন অনেক সমালোচনা সহ্য করেছি। কিন্তু বর্তমানে অন্যরা সমালোচনা করলে তার কঠোর জবাব দেওয়া হবে। দেশকে কিভাবে সাজাতে হবে সেদিক লক্ষ রাখতে হবে। আন্তর্জাতিকভাবে দলকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে যাতে করে ক্ষমতায় আসতে না পারে। এখনো শেষ হয়নি। জিয়া পরিবার ঘরে ঘরে আছে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসবেন রাজপথে বিএনপি ছিল বিএনপিই থাকবে। সুতরাং কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না।
তিনি আরও বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ। তারেক জিয়া আমাদের সবসময় একটি নির্দেশ দিয়ে শীর্ষ স্থানীয় নেতারা কি বলে সে দিক লক্ষ্য রাখতে বলেছে। সাইবার ফোর্স বিষয়ে তিনি বলেন, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এর মাধ্যমে মেধা ভিত্তিক রাজনীতি করার আহ্বান জানান।
সভাপতি এর বক্তব্যে জিয়া সাইবার ফোর্সের প্রধান সমন্বয়ক ফ্লাইট লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত হারুনর রশিদ ভুইয়া বলেন, বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদ যখন কাজ করছে তখন থেকেই জিয়া সাইবার ফোর্স কাজ করছে। গত ১০ বছর ধরে এই ফোর্স কাজ করছে। জীবনটাকে বাজি রেখে কাজ করে গেছে। হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে কাজ করে গেছে জিয়া সাইবার ফোর্স। ভারতীয় একটি গোয়েন্দা সংস্থা জিয়া সাইবার ফোর্সের বিরুদ্ধে কাজ করেছে। যারা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কাজ করেছে আজ তাদের দেখা যাচ্ছে। আগামীতে যারা বিএনপির বিরুদ্ধে কাজ করছে তারা যেন ক্ষমতায় না আসতে পারে সেদিকে লক্ষ রাখতে হবে। আমরা জানি ৫শ থেকে ৭শ নেতাকর্মী জুলাই বিপ্লবের সময় মারা গেছেন। মৃত্যুকে আমরা ভয় পাই না। জাতীয়তাবাদী দলের জন্য আমাদের যা করা দরকার আমরা তাই করবো। রক্ত যখন দিয়েছি রক্ত আরও দিব, তারপরও আমরা বিএনপির সাথেই থাকবো ইনশাআল্লাহ।
এই সংগঠনের বিষয়টি উল্লেখ করে বলেন, সিনিয়র নেতারা সবসময় বলেছেন জিয়া সাইবার ফোর্সকে আমরা পছন্দ করি। কিন্তু ৫ আগস্টের পর থেকে তেমন সাড়া পাচ্ছি না, আশা করি আমাদের পাশে রাখবেন। জিয়া সাইবার ফোর্স এর মাধ্যমে আমরা তারেক জিয়ার জন্য বাংলাদেশে প্রচার নিষিদ্ধ ছিল, তখন এই জিয়া সাইবার ফোর্স কাজ করেছে।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল ইসলাম, আমিরুজ্জামান খান শিমুল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সংগ্রামী সভাপতি মরহুম সফিউল ইসলাম বাড়ি ভাইয়ের সহধর্মিনী বীথিকা বিনতে হোসেন, জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম হারুন অর রশীদ, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলফাজ উদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক রবিউল আউয়াল রবি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া মোঃ রাজিবুল ইসলাম, দফতর সম্পাদক রুহুল আল আমিন, সহ দফতর আরিফ হোসেন খোকন, প্রচার সম্পাদক মজিদ মল্লিকসহ আরও অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স গাজীপুর মহানগরের সম্মানিত সভাপতি মোঃ শাহ্ জালাল, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মুরাদ, সিনিয়র সহ সভাপতি মোঃ সোহেল রানা, ১নং সহ সভাপতি এস এম কামাল হোসেন, সহ সভাপতি আল আমিন হোসেন খান, সহ সভাপতি সামসুদ্দোহা বিপুল, সহ সভাপতি দীপক মন্ডল, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মামুন হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী, কৃষি বিষয়ক সম্পাদক হাবিবসহ আরো বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।