
রোজার মাসে খালি হাতে,
চেয়ে থাকে পথের প্রান্তে।
ক্ষুধার জ্বালা বুকের মাঝে,
তবু হাসে মিথ্যা সাজে।
কেউ দেয় খেজুর, কেউ দেয় জল,
তাতেই মেটে ক্ষুধার তোল।
ইফতার হলে চোখে জল,
সুখের খোঁজে চায় এক বল।
আসুক আলো মানবতার,
অসহায় পাবে ইফতার।
ভরে উঠুক সকল থালা,
দূর হোক ক্ষুধার জ্বালা।
কামারজুরী, গাছা, গাজীপুর সিটি কর্পোরেশন । ভাই-বোনের উদ্যোগে (৭ই মার্চ) রোজ শুক্রবার বিকাল ৩টা থেকে ইফতার বিতরণ করেছেন তুষার মন্ডল ও জুই আক্তার সহ আরও অনেকেই । তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাদের সহপাঠি সহ বিভিন্ন পেশার ব্যাক্তিরাও।
তুষার মন্ডল বলেন, “(০৭ই মার্চ)রহমতের প্রথম ধাপে ১৫০ জনের মাঝে ইফতার বিতরণ শেষ হয়েছে ।পরবর্তীতে দ্বিতীয় ও তৃতীয় ধাপে ইফতার বিতরণ করা হবে। তিনি আরও বলেন, মহান সৃষ্টিকর্তা যতদিন বাঁচিয়ে রাখবে ততদিন পর্যন্ত অসহায় মানুষের পাশে থাকবে। যারা অর্থ ও শ্রম দিয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা যানাচ্ছি। মহান রব্বুল আলামীন আপনাদের অর্থ ও শ্রমকে কবুল করুন (আমিন)।
তুষার মন্ডল এর বোন জুই আক্তার বলেন, ভাই এর এই ভালো কাজের জন্য সাধুবাদ জানাচ্ছি আমি নিজেও তার সাথে একতাবদ্ধ হয়ে অসহায় মানুষের পাশে ইফতার বিতরণ এর কার্যক্রম প্রত্যেক রমজানে অব্যাহত রাখবো যত দিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন।
অসহায় এক পথচারী ইফতার হাতে পেয়ে তিনি বলেন,তোমরা ইফতার না দিলে আজ আমি সহ আমার সন্তান টাও না খেয়ে থাকতো।
আল্লাহ তোমাদের অনেক বড় করুক।তোমরা বড় হলে আমাদের মত অসহায় মানুষ কষ্ট পাবে না।