ভূঞাপুরে চর গাবসাড়ায় জোরপূর্বক জমি দখলের পাঁয়তারা! প্রশাসনের সুদৃষ্টি কামনা

গৌরাঙ্গ বিশ্বাস,বিশেষ প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চর গাবসাড়া মৌজায় জোরপূর্বক জমি দখলের অভিযোগ উঠেছে বায়ের বাসালিয়া গ্রামের আনোয়ার তালুকদার, মিজান মিয়া, সাজুসহ আরও কয়েকজনের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, এস এ রেকর্ড অনুযায়ী ৯৪ শতাংশ জমি পৈত্রিক ওয়ারিশ সূত্রে খালেদ সরকার, বাদশা মিয়া, রোকেয়া বেগম ও সাজেদা বেগমের দখলে রয়েছে। তারা বর্তমানে জমির খারিজ ও খাজনা পরিশোধ করে সেখানে ভুট্টা, মসুর ডাল, কালাই, রাঁধুনি শাক, বাদাম ও খেসারী চাষাবাদ করছেন।

কিন্তু কয়েক বছর ধরে আনোয়ার তালুকদার গং অবৈধভাবে জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তারা বিভিন্নভাবে জমির মালিকদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে।

বারবার সালিশ, তবুও নিষ্পত্তি নেই!

জমি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক হলেও বিবাদীগণ স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের সিদ্ধান্ত মানতে অস্বীকৃতি জানিয়ে বারবার দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ, এ বিষয়ে খালেদ সরকার টাঙ্গাইল জেলা প্রশাসক ও মানবাধিকার সংস্থায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি প্রশাসনের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

ভূমি অপরাধ আইনে কঠোর শাস্তির বিধানভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ২০২৩ অনুযায়ী, অবৈধ দখল, জালিয়াতি এবং ভূমি সংক্রান্ত অসদুপায় রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। এ ধরনের অপরাধের জন্য আইনের ধারা ৭ অনুযায়ী সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে।

বিবাদী আনোয়ার তালুকদারের পাল্টা দাবি, তবে আনোয়ার তালুকদার দাবি করেন, চর গাবসাড়া মৌজার জমি তার বাবা ক্রয় করেছিলেন এবং তিনি পৈত্রিক ওয়ারিশ সূত্রে তা পেয়েছেন।

প্রশাসনের হস্তক্ষেপ জরুরি, বাদীপক্ষের দাবি, সঠিক কাগজপত্র যাচাই করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। তারা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন, যেন জমির প্রকৃত মালিকরা ন্যায়বিচার পান এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *