
লেখক: মোহাম্মদ সুমন চৌধুরী, টঙ্গী-গাজীপুরঃ
মাদক ছাড়তে চাই, মাদকেরা আমাদের ছাড়েনা,
বেকারত্বে তরুণ মানুষ-হয়ে গেছে দিশেহারা,
ভবিষ্যৎ অন্ধকার ভেবে, হয়েছি হায়েনা।
হাতে যারা তুলে দিলো বিস্ফোরক, বুকে দিলো কষ্টের বারুদ
আমরা ওদেরই ঋন করে দেবো শোধ, ওরা পাবে নাকো সুখ।
দুজখেতে লিখে দেবো আমরা ওদের ঠিকানা
বেকারত্বে হয়েছি হায়েনা।
ক্ষুধার জ্বালাতে নীতি কথাগুলো গিয়েছি যে ভুলে,
হতাশায় অকালে পাক ধরেছে মোদের কারো চুলে।
কাজ যদি নাহি মিলে, বন্ধ করে দেবো যত সচল কারখানা।
বেকারত্বে হয়েছি হায়েনা।
রোগ ক্ষুধা মৃত্যুকে সাথী মোরা করেছি যখন,
জালিমের রাতের ঘুম কেড়ে নেব আমরা তখন।
যতদিন নাহি পাবো কর্মের দিক নির্দেশনা,
বেকারত্বে হবোই হায়েনা।
আমাদেরকে কাজ দিলে, আমরা দেবো সুস্থ সমাজ,
ক্ষুধায় অন্ন পেলে ছেড়ে দেবো মাদক সন্ত্রাস।
ভেঙ্গে দাঁও উঁচু নিচুর প্রভেদ সীমানা। বেকারত্বে হয়েছি আমরা হায়েনা।