আল্লামা মুফতি হাফীজুদ্দীন দা. বা. পীর সাহেব দীঘিরপাড় এর তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় মাদানী মজলিস বাংলাদেশের ব্যবস্থাপনায় ও আন নূর ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় দীঘিরপাড় পূর্বরাখি হাফিজনগর মাদানী কমপ্লেক্সে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডাঃ মো শরীফ মিয়া। দুপুর ৩টা থেকে বিকেল ৬টা পর্যন্ত প্রান্তিক মানুষের মাঝে চিকিৎসা সেবা প্রদান করা হয়। চিকিৎসার পাশাপাশি ঔষধ প্রদান করা হয়। আয়োজকরা জানান, হাফিজুদ্দিন পীর সাহেব এখানে প্রতি মাসে মানুষের রূহ বা কলবের চিকিৎসা দিয়ে থাকেন। মানুষের রূহ বা কলবের ভিতরে যে রোগ আছে সে রোগের চিকিৎসা করে থাকেন। এখন থেকে তিনি চিন্তা করেছেন যে এখানে মানুষের শরীরেরও যেন চিকিৎসা করা যায়।
সেই চিন্তা থেকেই তিনি উদ্যোগ নিয়েছেন প্রতিমাসে যেন এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে মানুষের সেবা করাযায়। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মাহাবুব হাসান সোহাগ, মাদানী কমপ্লেক্সের জিম্বাদার মাওলানা মুফতি মোঃ সাইদুল ইসলাম, কাজী মোবাশির, সাহাদৎ বেপারী, অফিজল মাঝি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ সুমন চৌধুরী
মোবাইল: +৮৮ ০১৬৭০৫৩৯৯৩৫
জিমেইল: dainikbanglarbiplob@gmail
ওয়েবসাইট: dainikbanglarbiplob.com