মৈনারটেক স্কুল এন্ড কলেজে গ্রাফিতি মুছা, জাতীয় পতাকা ও মানচিত্রের ছবির ওপর কালি লেপন, শহীদের তালিকা ছিড়ে ফেলা ও ফ্যাসিবাদের স্লোগান লেখার প্রতিবাদে উত্তরখান থানার সাধারণ ছাত্ররা সন্ধ্যা ৭ টায় মাজার অফিসে জরুরী মিটিং এ বসে। এরপর সবাই উত্তরখান থানার কার্যক্রম ও উক্ত ঘটনার প্রেক্ষিতে প্রসাশন এর অবস্থান জানতে ওসির সাথে সাক্ষাৎ করে৷ মিটিং থেকে সিদ্ধান্ত হয় যেঃ
১) আজ উত্তরখানের স্কুল গুলো নিজ নিজ ক্যাম্পাসের সামনের মূল সড়কে প্রতিবাদ মিছিল করবে৷
২) আজ রাত ৯ টায় ছাত্র জনতা বিক্ষোভ এবং মশাল মিছিল নিয়ে মৈনারটেক স্কুল থেকে মাজার চৌরাস্তা পর্যন্ত পদযাত্রা করবে এবং পরবর্তী কঠোর অবস্থান উক্ত মিছিল এরপর ঘোষণা করা হবে৷
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ সুমন চৌধুরী
মোবাইল: +৮৮ ০১৬৭০৫৩৯৯৩৫
জিমেইল: dainikbanglarbiplob@gmail
ওয়েবসাইট: dainikbanglarbiplob.com