গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় অরুন কুমার মল্লিক (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
আজ রোববার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে কলেজ গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত অরুন কুমার টঙ্গী পশ্চিম থানার বড় দেওড়া এলাকার যোগেন্দ্র কুমার মল্লিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে অরুন কুমার মল্লিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় জনগন উদ্ধার করে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি হাসপাতালে গিয়ে পুলিশ মরদেহ হেফাজতে নিয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ সুমন চৌধুরী
মোবাইল: +৮৮ ০১৬৭০৫৩৯৯৩৫
জিমেইল: dainikbanglarbiplob@gmail
ওয়েবসাইট: dainikbanglarbiplob.com