
মোহাম্মদ সুমন চৌধুরী, সম্পাদক, টঙ্গী,গাজীপুর: সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আসছে শুক্রবার (২১ মার্চ) ২০২৫ রোজ শুক্রবার নিজ কার্যালয়, ১১৮ উত্তর দত্তপাড়া, এরশাদ নগর ৬নং ব্লক বেরীবাধ সংলগ্ন টঙ্গী গাজীপুর এ ইফতার মাহফিলের অনুষ্ঠানের দিন ধার্য করা হয়। উক্ত ইফতার মাহফিলে সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সুমন চৌধুরী বলেন সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে এই ইফতার করার মহৎ উদ্যোগ আমরা গ্রহন করেছি।
এ ধরনের আয়োজনে সহনশীলতা ও পরমতসহিষ্ণুতা আরো বৃদ্ধি পাবে। মতের ভিন্নতা সত্ত্বেও পরষ্পরের প্রতি সুহৃদভাবাপন্ন সম্পর্ক তৈরি হবে। তিনি বলেন রমজান মাসের সংযমের শিক্ষাকে কাজে লাগিয়ে দেশ ও জনগণের সেবায় সকল সাংবাদিককে আত্মনিয়োগের আহ্বান জানান।
দলমত নির্বিশেষে সবাইকে একসাথে নিয়ে আমরা সবাই যেনো এই ইফতারের আনন্দটুকু ভাগাভাগি করে নিতে পাড়ি, সকলের কাছে এটাই প্রত্যাশা। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের সকল সদস্য ও নেতৃবৃন্দ সহ সকল শ্রেনী পেশার মানুষকে এই অনুষ্ঠানে অংশ গ্রহন করার জন্য আন্তরিক ভাবে অনুরোধ করেন।