সাংবাদিক সোসাইটির উদ্যোগে,অসহায় পরিবারের মাঝে চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ”

মীর মোঃ আব্দুল হালিম, সিরাজগঞ্জ: গাজীপুর মহানগর ঢাকা টঙ্গী থানায় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি এর কেন্দ্রীয় কার্যালয়ে এর উদ্যোগে, অসহায় পরিবারের মাঝে চিকিৎসা সেবা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ২৮ ফেব্রুয়ারী ২০২৫ ইং রোজ শুক্রবার সকার ১১.০০ ঘটিকার সময় কোরান তেলাওয়াতের শেষে অনুষ্ঠানটি শুরু করা হয়। কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে প্রায় ৩০০ দুস্থ অসহায় পরিবারের মাঝে
চিকিৎসা সেবা,ঔষধ এবং শিশুদের জন্য শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট জিয়াউল হাসান (জি এস স্বপন), সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক,বৃহত্তর টঙ্গী থানা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ কামরুল ইসলাম কামু, সাবেক ১নং সহ সাংগঠনিক সম্পাদক, বৃহত্তর টঙ্গী থানা যুবদল ৪৯ নং ওয়ার্ড বিএনপি। আরো উপস্থিত ছিলেন এম কাজল খান, সভাপতি গাজীপুর জেলা রিপোর্টার ইউনিটি। মাসুম রানা, সাধারন সম্পাদক গাজীপুর জেলা রিপোর্টার ইউনিটি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সুমন চৌধুরী,সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোঃ আল হেলাল এবং কোষাধ্যক্ষ রাজু আহমেদ তাইজুল । অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মীর মোঃ আব্দুল হালিম।
কন্দ্রীয় কমিটির আরও উপস্থিতি ছিলেন সাংগঠনিক সম্পাদক মোঃ ফয়জুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সুজন আহমেদ,সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ আতিকুল্লাহ স্বাধীন,সহ- সভাপতি মানিক হোসেন বিজয়, প্রচার সম্পাদক হাজী মোঃ নাজির খান ,মহিলা বিষয়ক সম্পাদক পারভীন আক্তার , যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান,যুগ্ম সাংগঠনিক সম্পাদক আহাদ ইসলাম পলক , সহ সাহিত্য বিষয়ক সম্পাদ সাইফুল ইসলাম তুহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, সহ সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম , মোঃ আরিফ রাব্বানী স্টাফ রিপোর্টার জাতীয় দৈনিক বাংলার বিপ্লব ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে আগত অতিথিদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সাংবাদিকদের অর্থায়নে অনুষ্ঠিত এই কার্যক্রমকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন এবং সেই সাথে পূনরায় এই ধরনের সেবা মূলক অনুষ্ঠানের আয়োজনের জন্য তারা বিশেষ ভাবে অনুরোধ জানান।

সকাল ১১ টা থেকে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত সুবিধাপ্রাপ্ত মানুষদের সতস্ফুর্ত অংশ গ্রহণের মধ্য দিয়ে দিনব্যাপী কার্যক্রম পরিচালিত হয়।

উক্ত অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সুমন চৌধুরী দেশের সকল সাংবাদিকের নিরাপত্তা,আর্থিক সচ্ছলতা এবং কাজের সুস্থ্য পরিবেশ নিশ্চিতকল্পের জন্য আশ্বাস দেন। পরিশেষে উক্ত সোসাইটির পক্ষে থেকে সম্মানিত অতিথিবৃন্দদেরকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন এবং দোয়া মাহফিল করে মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতি ও সোসাইটির জন্য কল্যাণ কামনা করে সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *