সিরাজগঞ্জে ৭ম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকা) যমুনা নদীর হার্ডপয়েন্ট সিরাজগঞ্জে অনুষ্ঠিত হচ্ছে।

মীর মোঃ আব্দুল হালিম, বিশেষ প্রতিনিধি, সিরাজগঞ্জ: অদ্য ২০/০২/২০২৫ইং তারিখ রোজ: বৃহস্পতিবার সময় বিকাল বেলা: ০৩.০০ ঘটিকা। স্থান : জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র, হার্ডপয়েন্ট,সিরাজগঞ্জ। ৭ম জাতীয় সমাজ উন্নয়ন ক্যাম্প (কমডেকা) হার্ডপয়েন্ট সিরাজগঞ্জে ৭ দিন ব্যাপী অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। গত ১৯/০২/২০২৫ং তারিখ রোজ বুধবার হতে শুরু হয়েছে যাহা আগামী ২৫/০২/২০২৫ ইং পর্যন্ত থাকবে। ৭ম জাতীয় কমডেকা হচ্ছে রোভার স্কাউটদের এমন এক মিলন মেলা যেখানে অংশগ্রহণকারীগণ স্থানীয় জনগণের সাথে হাতে হাত মিলিয়ে সমাজ সেবা ও উন্নয়ন মূলক কাজ করবে।

সমাজিক দায়বদ্ধতা থেকে একটি টেকসই সমাজ বিনির্মাণের লক্ষে এ কমডেকার থীম নির্ধারণ করা হয়েছে “বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং”। সমাজের পিছিয়ে পড়া মনোনয়নের অংশ হিসাবে রোভার স্কাউটদের ১৭ থেকে ২৫ বছরের ছেলে মেয়েরা এই কমডেকায় অংশ গ্রহণ করবে বলে প্রেস রিলিজে প্রকাশ করেছেন। কমডেকায় সারা দেশ থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ের ৪০০টি ইউনিটের প্রায় ৩২০০ জন রোভার ও স্বেচ্ছাসেবক ইউনিট লিডার এবং কর্মকর্তা সহ প্রায় ৫ (পাঁচ হাজার) জন স্কাউটার অংশগ্রহণ করবেন বলে সংবাদ সন্মেলনে প্রকাশ করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, নাফিজ,
আহনাফ,রোহান,মুন্না সাদ,মাহবুব আলম সহ আবটজচন শহীদ স্কাউটদের আত্মত্যাগ ও অসংখ্য আহত স্কাউটারগণের সক্রিয় অংশগ্রহণের জন্য বাংলাদেশ স্কাউট গর্বিত বলে প্রকাশ করেন।

তরুন প্রজন্ম এ দেশের একটি জনশক্তি। স্কাউটস দেশের তরুনদের দেশ প্রেমিক হিসাবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এঁর মাননীয় প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুস
বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে সিরাজগঞ্জ শহরের যমুনা নদীর হার্ডপয়েন্টে সাতদিন ব্যাপী সপ্তম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকা) কার্যক্রমের অনুষ্ঠনিক উদ্বোধন ভিডিও বার্তার মাধ্যমে ঘোষণা করেন। শৈশবের স্মৃতি স্বরন করে ড. ইউনুস বলেন তিনি নিজেও একজন স্কাউটস ছিলেন।
বাংলাদেশ স্কাউটস এর উপ পরিচালক মোঃ হামজার রহমান শামীম এর সঞ্চলনায় এসময় উপস্থিতি ছিলেন এ্যাডহক কমিটির সদস্য সচিব ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ড.খ ম কবিরুল ইসলাম, ফরিদা ইয়াসমিন,অধ্যাপক ফাহমিদা,মু. তৌহিদুল ইসলাম, মোঃ রেজাউল করিম,আবু সালেহ ও আরও অনেকে এবং বিভিন্ন পত্রিকা,ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *