প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব মুহাম্মদ নজরুল ইসলাম,সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব গনপতি রায়,বিশেষ অতিথি জনাব মোঃ ফারুক হোসেন,পুলিশ সুপার,সিরাজগঞ্জ।
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ আন্তঃ উপজেলা ক্রিকেট টি-১০ প্রতিযোগিতা-২০২৫ খেলা গতকাল তারিখ ১৯/০১/২০২৫ এ সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে রবিবার দিনব্যাপী সকাল ৯.০০ টা থেকে শুরু হয় আন্তঃ উপজেলা ক্রিকেট টি-১০ খেলা। জেলার ৯টি উপজেলা পর্যায়ক্রমে খেলা শেষে ফাইনাল খেলায় উল্লাপাড়া উপজেলা ও সিরাজগঞ্জ সদর উপজেলা ক্রিকেট টীম প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। তুমুল উত্তেজনা পূর্ণ মুহূর্ত খেলায় সবশেষে উল্লাপাড়া উপজেলাকে ৪২ রানে শোচনীয়ভাবে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সিরাজগঞ্জ সদর উপজেলা ক্রিকেট টীম। খেলা শেষ হওয়ার সাথে সাথে আনন্দ উল্লাস করতে দেখা যায় উৎসুক জনতা ও খেলোয়ারদের মাঝে। খেলার শেষে খেলোয়ারদের হাতে বিজয়ী ট্রফি তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক
(সার্বিক) জনাব গণপতি রায়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ মনোয়ার হোসেন, জেলা ক্রীড়া অফিসার জনাব নুরে এলাহী,সিরাজগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য জনাব মোঃ হাফিজুল ইসলাম,জনাব মোঃ আলামিন শেখ,জেলা ক্রীড়া অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আয়োজনেঃ যুব ও ক্রীড়া মন্ত্রনালয়, সার্বিক তত্ত্বাবধানে প্রধান উপদেষ্টার কার্যালয় এবং বাস্তবায়নে জেলা প্রশাসন সিরাজগঞ্জ ও জেলা ক্রীড়া অফিস, সিরাজগঞ্জ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ সুমন চৌধুরী
মোবাইল: +৮৮ ০১৬৭০৫৩৯৯৩৫
জিমেইল: dainikbanglarbiplob@gmail
ওয়েবসাইট: dainikbanglarbiplob.com